সারা বাংলা

কাপ্তাই হ্রদে মাছ শিকার শুরু

তিন মাস ১৭ দিন বন্ধ থাকার পর আজ বুধবার (১৭ আগস্ট) মধ্যরাত থেকে থেকে রাঙামাটির কাপ্তাই হ্রদে মাছ শিকার শুরু হচ্ছে। দীর্ঘসময় পর মাছ শিকার শুরু হওয়ায় জেলেরা কর্মব্যস্ত হয়েছে। কাপ্তাই হ্রদের জেলে ও মৎস্য ব্যবসায়ীদের মধ্যে দেখা দিয়েছে প্রাণচাঞ্চল্য।

প্রতি বছর ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত তিন মাস কাপ্তাই হ্রদে কার্পজাতীয় মাছের সুষম বৃদ্ধি, মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিতসহ অন্যান্য জীববৈচিত্র্য রক্ষায় মাছ শিকার বন্ধ থাকে। তবে এ বছর হ্রদে পানির সংকট থাকার কারণে নিষেধাজ্ঞা ১৭ দিন বাড়ানো হয়। এ সময় হ্রদের মাছ বাজারজাতকরণ ও স্থানীয় বরফকলগুলোও বন্ধ থাকে। হ্রদে নিষেধাজ্ঞা কার্যকরে নৌপুলিশের পাশাপাশি বিএফডিসির মনিটরিং টিম দায়িত্বপালন করে। 

বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) রাঙামাটি বিপণন কেন্দ্রের ব্যবস্থাপক লেফটেন্যান্ট কমান্ডার মো. তৌহিদুল ইসলাম বলেন, বুধবার মধ্যরাত থেকে হ্রদে মাছ শিকারে নামবেন জেলেরা। বৃহস্পতিবার (১৮ আগস্ট) ভোর থেকে তারা বিএফডিসির নিজস্ব পল্টুনগুলোতে মাছ নিয়ে আসবেন। সেখান থেকে বাজারজাতকরণ করা হবে।