সারা বাংলা

বরিশালে বাস-ট্রলির সংঘর্ষে ৩ জনের মৃত্যু

বরিশালের বাকেরগঞ্জে বাস ও ট্রলির সংঘর্ষে তিন জন মারা গেছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। 

সোমবার (২২ আগস্ট) সকাল ১০টার দিকে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে কাঠেরপোল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ট্রলিচালক জহিরুল তালুকদার (২৫), রাকিব (২৩) ও বায়েজিদ (২৫)।  

নিহত  জহিরুল তালুকদারের বাড়ি বাকেরগঞ্জের কবিরকাঠি এলাকায়। রাকিবের বাড়ি বাকেরগঞ্জ উপজেলার বাকরকাঠিতে। তার বাবার নাম আক্কাস আলী। বায়েজিদ কবিরকাঠী এলাকার শাহজাহান হাওলাদারের ছেলে।

বাকেরগঞ্জ ফায়ার স্টেশনের লিডার আবুল কাশেম জানান, হুমায়রা এন্টারপ্রাইজের একটি বাস কুয়াকাটা থেকে বরিশালের দিকে যাচ্ছিলো। কবিরকাঠির কাঠেরপোল এলাকায় পৌঁছালে বাসটি বিপরীতমুখী একটি ট্রলিকে ধাক্কা দেয়। এতে ট্রলটি উল্টে যায় এবং বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়।

তিনি বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালাই। ঘটনাস্থল থেকে ট্রলিচালকের মরদেহ উদ্ধার করি। আহত কয়েক জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে দুই জন মারা যান।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন মিলন বলেন, দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি জব্দ করা হয়ছে। এছাড়া, দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।