সারা বাংলা

বীর বিক্রম শওকত আলী আর নেই

কুড়িগ্রামের চিলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর বিক্রম শওকত আলী সরকার (৭৪) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (২২ আগস্ট) ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিসাধীন অবস্থায় তিনি মারা যান।  

মঙ্গলবার (২২ আগস্ট) সকাল ১১টায় চিলমারীতে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

শওকত আলী সরকার ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ১১ নম্বর সেক্টরের সাবসেক্টর মাইনকারচরের অধীন কুড়িগ্রামের রৌমারী-চিলমারী অঞ্চলে সম্মুখ যুদ্ধে অংশ নেন। ওই সেক্টরের আবুল কাশেম চাঁদ কোম্পানির সেকেন্ড ইন কমান্ড ছিলেন। 

৭১ সালের ১৩ নভেম্বর উলিপুরের হাতিয়া যুদ্ধে পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন। যুদ্ধকালীন বীরত্ব ও সাহসিকতার সঙ্গে পাক বাহিনীর বিরুদ্ধে লড়াই করার জন্য  বাংলাদেশ সরকার তাকে বীর বিক্রম খেতাবে ভূষিত করে।

শওকত আলী সরকারের বড় ছেলে মো. সাইফুল্লাহ শওকত জীবন বলেন, ‘গত ৩০ জুলাই বাবা অসুস্থ হলে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসি। শরীরের অবস্থা কিছুটা উন্নতি হয়েছিল। হঠাৎ করে রোববার দিবাগত রাতে তিনি আবারো অসুস্থ হয়ে পড়েন। সোমবার ভোরে বাবা মারা যান।’ 

মরহুমের রুহের মাগফেরাত কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার পরিবারের সদস্যরা। 

শওকত আলী সরকার ১৯৪৮ সালে চিলমারী উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের দক্ষিণ ওয়ারী গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম ইজাব আলী সরকার এবং মায়ের নাম শরিতুজ নেছা।