সারা বাংলা

আগুনে পুড়ে ছাই ৫টি ঝুটের গোডাউন

গাজীপুর কালিয়াকৈর উপজেলার জোড়াপাম্প এলাকায় আগুন লেগে পুড়ে গেছে পাঁচটি ঝুটের গোডাউন। পরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 

মঙ্গলবার (২৩ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা রাত ১ টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। 

স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিস জানায়, রাতে একটি ঝুট গোডাউনে আগুন লাগে। পরে তা পাশের আরও কয়েকটি গোডাউনে ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে কালিয়াকৈরে ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ১টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই পাঁচটি গোডাউন পুড়ে যায়। এখন ফায়ার সার্ভিসের ১ টি ইউনিট ডাম্পিং এর কাজ করছে। 

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম বলেন, আগুনে ৫টি গুদামের সব মালামাল পুড়ে গেছে। ঘটনার পর থেকে মালিকপক্ষের কাউকে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ গোডাউনগুলোর মালিকদের পাওয়া গেলে জানা যাবে।