সারা বাংলা

শেরপুরে ৭ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা

বৈধ কাগজপত্র না থাকায় শেরপুরে সাতটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছে জেলা স্বাস্থ্য অধিদপ্তর। 

সোমবার (২৯ আগস্ট) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অভিযান চালিয়ে এসব প্রতিষ্ঠান বন্ধ করা হয়। 

বন্ধ করে দেওয়া প্রতিষ্ঠানগুলো হচ্ছে- বন্ধন ডায়াগনস্টিক সেন্টার, আর.এইচ ডায়াগনস্টিক সেন্টার, নিউ ইনসাফ ডায়াগনস্টিক সেন্টার, সিদ্দিক ডায়াগনস্টিক সেন্টার, সিরিয়া ডায়াগনস্টিক সেন্টার, সেন্ট্রাল ডায়াগনস্টিক সেন্টার এবং নিউ লাইফ প্রাইভেট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার।

শেরপুর জেলা সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য বলেন, ‘অবৈধভাবে পরিচালিত ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে।’ 

অভিযানে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।