সারা বাংলা

ময়মনসিংহে ১১০ হাসপাতাল ও ক্লিনিক সিলগালা

ময়মনসিংহ বিভাগে বিভিন্ন জেলা ও উপজেলায় অবৈধভাবে পরিচালনার অভিযোগে এ পর্যন্ত ১১০ বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনেস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে। 

সোমবার (৫ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. শাহ্ আলম।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক জানান, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নানা অনিয়মের অভিযোগের ভিত্তিতে গত এক সপ্তাহ ধরে ময়মনসিংহ বিভাগের সকল জেলা ও বিভিন্ন উপজেলায় অভিযান পরিচালনা করা হয়। 

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. শাহ্ আলম বলেন, ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর ও শেরপুর জেলা ও বিভিন্ন উপজেলায় লাইসেন্সবিহীন অনিবন্ধিত ও নানা অনিয়মের অভিযোগে ১১০টি ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনেস্টিক সেন্টার বন্ধ ঘোষণা করে সিলগালা করা হয়েছে। এ সব প্রতিষ্ঠানে চিকিৎসা নিতে আসা রোগীদের অন্যত্র চিকিৎসা সেবা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।  

এছাড়া বিভিন্ন ত্রুটির কারণে সংশোধনের জন্য ২০১টি প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে। 

তিনি আরও বলেন, স্বাস্থ্য বিভাগের নির্দেশনা অনুযায়ী লাইসেন্স সংগ্রহ ব্যতিত কেউ ফের প্রতিষ্ঠান পরিচালনা করতে পারবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তা।