সারা বাংলা

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল পৌঁছেছে মোংলা বন্দরে

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ১ হাজার ৪২১ মেট্রিক টন মেশিনারি পণ্য নিয়ে মোংলা বন্দরে পৌঁছেছে রাশিয়ান জাহাজ এমভি ইউনিউইসডম। 

সোমবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় বন্দরের ৭ নম্বর জেটিতে নোঙ্গর করে জাহাজটি। একইদিন রাত ১০টার পর জাহাজটি থেকে মালামাল খালাসের কাজ শুরু হয়। মোংলা বন্দর কর্তৃপক্ষ এতথ্য নিশ্চিত করেছে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর এনিয়ে তৃতীয়বারের মতো রাশিয়ার জাহাজ মোংলা বন্দরে আসলো।

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপ-সচিব মুন্সী মোহাম্মদ কামরুজ্জামান বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মূল্যবান মালামাল নিয়ে এম.ভি ইউনিউইসডম সোমবার সন্ধ্যায় মোংলা বন্দরে এসেছে। এই চালানে ১ হাজার ৪২১ মেট্টিক টনের ২৮০ প্যাকেজ মেশিনারি পণ্য রয়েছে। খালাসের পর এসব মালামাল সড়ক পথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে পাঠানো হবে।