সারা বাংলা

রাঙ্গামাটিতে চট্টগ্রাম নাগরিক পরিষদের হরতাল স্থগিত

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ কমিশনের নির্ধারিত বৈঠক স্থগিত হওয়ায় ৩২ ঘণ্টার হরতাল স্থগিত করা হয়েছে। 

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকেলে ৪টার দিকে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মজিবুর রহমান এক সংবাদ সম্মেলনে একথা জানান।

এর আগে মঙ্গলবার ভোর ৬টা থেকে বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টা পর্যন্ত হরতালের ডাক দেয় সংগঠনটি। 

মজিবুর রহমান জানান, আগামীকাল (বুধবার) চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের বৈঠক ছিল। কিন্তু তারা বৈঠকটি স্থগিত করায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতারা রাঙামাটি শহরে হরতাল স্থগিত রাখার সিদ্ধান্ত নেন। 

পার্বত্য ভূমি কমিশন সচিব যুগ্ম জেলা জজ মোহাম্মদ নেজাম উদ্দিন স্বাক্ষরিত পত্রে বুধবারের কমিশনের বৈঠক স্থগিত ঘোষণা করা হয়। পার্বত্য ভূমি কমিশনের বৈঠকটি স্থগিত ঘোষণা করার আগে রাঙামাটি শহরে মঙ্গলবার সকাল ৬টা থেকে ৯ ঘন্টা হরতাল পালন হয়। শহরে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতারা এসময় পিকেটিং ও পথসভা করে  রাজপথে অবস্থান নেন। হরতাল চলাকালে শহরে দোকান পাট ও যানবাহন চলাচল বন্ধ ছিল।