সারা বাংলা

চুরি যাওয়া নবজাতক উদ্ধার, আটক ১

ঢাকার সাভার থেকে চুরি যাওয়া চারদিনের নবজাতককে সিরাজগঞ্জ থেকে উদ্ধার করেছে র‌্যাব। এ সময় অপহরণকারী মোসা. শাহিদা বেগম নামে এক নারীকে আটক করে তারা।

বুধবার (৭ সেপ্টেম্বর) সিপিসি-২ র‌্যাব-৪ এর কোম্পানির লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন। 

র‌্যাব জানায়, গত ২ সেপ্টেম্বর শ্রমজীবী শামসুন্নাহার ও মোহাম্মদ বাদল দম্পতির ঘরে একটি ছেলে সন্তানের জন্ম হয়। গত ৫ সেপ্টেম্বর দুপুরে সাভারের রাজফুলবাড়িয়ার রাজারহাটে শিশুটিকে দেখতে আসেন তাদের পূর্ব পরিচিত শাহিদা বেগম ও তার স্বামী সোহেল রানা। শিশুর মা এসময় রান্নাঘরে গেলে শাহিদা বেগম ও তার স্বামী সোহেল রানা নবজাতকটিকে চুরি করে পালিয়ে যান। 

পরে শিশুর মাকে সোহেল রানা জানান সিরাজগঞ্জে তাদের হেফাজতে আছে নবজাতকটি। সন্তানকে ফেরত পেতে হলে ৮০ হাজার টাকা মুক্তিপণ দিতে হবে। পরে চুরি যাওয়া শিশুর মা-বাবা র‌্যাবের কাছে বিষয়টি জানান। র‌্যাব সদস্যরা অপহরণকারীদের অবস্থান নিশ্চিত হয়ে মঙ্গলবার রাতে অভিযান চালায়। পরে সিরাজগঞ্জের রায়গঞ্জ থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। এসময় শাহিদা বেগমকে আটক করা হয়।