সারা বাংলা

নারায়ণগঞ্জে ১৫০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, জরিমানা

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ১৫০ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস কর্তৃপক্ষ। এ সময় ১০টি বাড়ির মালিককে দেড় লাখ টাকা জরিমানাসহ বিপুল পরিমাণে অবৈধ পাইপ ও রাইজার জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া ইয়াসমিন।

তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অবৈধ সংযোগের প্রমাণ পাওয়া যায়। পরবর্তীতে সংযোগ বিচ্ছিন্ন করে ১০টি বাড়ির মালিককে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।’

নারায়ণগঞ্জ তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের উপ-মহাব্যবস্থাপক মো. সুরুজ আলম বলেন, ‘অবৈধ সংযোগ প্রদানকারীদের বিরুদ্ধে মামলাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’