সারা বাংলা

ডাকবাংলো থেকে বিআরটিএ কর্মকর্তার লাশ উদ্ধার 

চুয়াডাঙ্গা জেলা পরিষদের ডাকবাংলোর একটি কক্ষের দরজা ভেঙে বিআরটিএ’র ইন্সপেক্টর সাইফুল্লাহ বাহারের (৪০) লাশ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

মারা যাওয়া সাইফুল্লাহ বাহারের বাড়ি মানিকগঞ্জ জেলার সিঙ্গার উপজেলায়। 

বিআরটিএ চুয়াডাঙ্গা অফিসের এডি আইনুলহুদা চৌধুরী জানান, রোববার অফিস চলাকালীন সাইফুল্লাহ বাহার গায়ে জর আসার কথা জানান। পরে তিনি ছুটি নিয়ে তার জন্য বরাদ্দকৃত জেলা পরিষদের ডাকবাংলোর কপোতাক্ষ কক্ষে চলে যান। সোমবার তিনি অফিসে না আসায় এবং তাকে ফোনে না পেয়ে সকাল ৯টার দিকে তার খোঁজে ডাকবাংলোয় যাওয়া হয়। এসময় ঘরটি ভেতর থেকে বন্ধ ছিল। পরে কক্ষটির জানালা দিয়ে ঘরের ভেতরে সাইফুল্লাহ বাহারের লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশের সহায়তায় তার লাশ উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, জর নাকি অন্য কোনো কারণে সাইফুল্লাহ বাহারের মৃত্যু হয়েছে তা ময়নাতদন্তের পর বলা যাবে।

চুয়াডাঙ্গা জেলা প্রশাষক আমিনুল ইসলাম খান ঘটনাস্থল পরিদর্শন করতে এসে বলেন, যথাযথ  আইনী প্রক্রিয়া শেষে সাইফুল্লাহ বাহারের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।