সারা বাংলা

বিষখালী নদীতে ভাঙন 

ঝালকাঠির রাজাপুর উপজেলায় বিষখালী নদীতে ভাঙন দেখা দিয়েছে। ভাঙনে ইতোমধ্যে উপজেলার বাদুরতলা বাজারের ছয়টি দোকান বিলীন হয়েছে। 

সোমবার (১২ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানায়, নিম্নচাপ ও বৃষ্টির কারণে বিষখালী নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে নদী ভাঙনের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। আজ (সোমবার) সকালে বাদুরতলা বাজারের নাসির হাওলাদার, জুয়েল শরীফ, শাহজাহান শরীফ, জামাল হাওলাদার, আবু খলিফা ও বাবুল ঋষির দোকান নদীতে বিলিন হয়েছে। এছাড়া পানি উন্নয়ন বোর্ড নদী ভাঙন রোধে কোনো ব্যবস্থা নিচ্ছে না বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা। 

রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান জানান, ‘বিষখালী নদীর ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।’