সারা বাংলা

সিলেট যুবদলের সাধারণ সম্পাদককে তুলে নেওয়ার অভিযোগ

নবনির্বাচিত সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদকে বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ করেছেন স্বজনরা।

বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ৪টায় তাকে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

পরিবারের স্বজনরা অভিযোগ করে বলেন, বুধবার ভোররাত ৪টার দিকে দক্ষিণ সুরমার মোল্লারগাঁও এলাকার নিজ বাড়ি থেকে মকসুদ আহমদকে দরজা ভেঙে তুলে নিয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী বলেন, ‘গত ১০ সেপ্টেম্বর সম্মেলনের মাধ্যমে মকসুদ আহমদ জেলা যুবদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এরপরেই এভাবে তাকে ঘরের দরজা ভেঙে তুলে নিয়ে যাওয়ার বিষয়টি উদ্বেগজনক।’

তিনি আরও বলেন, ‘মকুসদ আহমদকে ঘর থেকে তুলে নিয়ে যাওয়া হলেও বিকেল পর্যন্ত কোনো বাহিনী সেটা স্বীকার করেনি। পূর্বের সব মামলায় তিনি জামিনে আছেন।’

সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন বলেন, ‘বিকেল ৪টায় মকুসদ আহমদকে কোতোয়ালী থানায় হস্তান্তর করেছে র‌্যাব।’

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, ‘মকসুদ আহমদ নামের এক আসামিকে থানায় হস্তান্তর করেছে র‌্যাব। আসামিকে আদালতে চালান দেওয়া হবে।’