সারা বাংলা

হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার 

ভোলার লালমোহনে মো. কামাল হোসেন (৪০) নামে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার(১৭ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে ভোলা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গত শুক্রবার রাতে উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের রায়চাঁদ বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত কামাল রমাগঞ্জ ইউনিয়নের পূর্ব চরউমেদ এলাকার মো. মফিজুল হাওলাদারের ছেলে। তিনি একই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ছিলেন।

পুলিশ জানায়, ২০২০ সালে পূর্ব চরউমেদ এলাকার জয়নাল আবেদিনের ছেলে মো. আরিফের লাশ কামাল হোসেনের পুকুর পাড়ে পাওয়া যায়। এ ঘটনায় আরিফের মা মমতাজ বেগম বাদী হয়ে লালমোহন থানায় হত্যা মামলা করেন। এ মামলায় আরিফের স্ত্রী ও শাশুড়িকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তারা জামিনে রয়েছেন। তবে পলাতক ছিলেন মামলার আসামি কামাল হোসেন।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, কামাল ২০২০ সালের একটি হত্যা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি। তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন। গত শুক্রবার সন্ধ্যায় খবর আসে কামাল হোসেন এলাকায় অবস্থান করছেন। পরে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। শনিবার দুপুরে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।