সারা বাংলা

মাগুরায় বিরল প্রজাতির হনুমান উদ্ধার

মাগুরায় একটি যাত্রীবাহী বাস থেকে বিরল প্রজাতির হনুমান উদ্ধার করেছে পুলিশ। এসময় প্রাণীটি পাচারের সঙ্গে জড়িত সন্দেহে এক ব্যক্তিকে আটক করা হয়। 

সোমবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে মাগুরার শহরের পারনান্দুয়ালী বাসস্ট্যান্ড এলাকার রাবেয়া চক্ষু হাসপাতালের সামনে ঢাকা থেকে ছেড়ে আসা শীততাপ নিয়ন্ত্রিত বাস থেকে হনুমানটি উদ্ধার করা হয়। 

আটককৃত ব্যক্তির নাম সুব্রত কুমার স্বর (৩০)। তার বাড়ি সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা ইউনিয়নের মাধবকাঠি গ্রামে। 

আটককৃত সুব্রতর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ জানায়, ঢাকার সাভার থেকে সাতক্ষীরা জেলার বাসিন্দা রানা নামে এক ব্যক্তির কাছে হনুমানটি নিয়ে যাচ্ছিলেন তিনি। 

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ (ক্রাইম এন্ড অপারেশন) বলেন, ‘বিরল প্রজাতির বন্যপ্রাণী পাচারের খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। এসময় একটি শীততাপ নিয়ন্ত্রিত বাসের ভেতর লোহার খাচায় বন্দি অবস্থায় হনুমানটি উদ্ধার করা হয়। পাচারকারী চক্রের সক্রিয় সদস্য সন্দেহে সুব্রতকে আটক করা হয়েছে।’ 

তিনি আরো বলেন,  ‘উদ্ধারকৃত হনুমানটিকে বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’