সারা বাংলা

বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘণীভূত হওয়ার শঙ্কা রয়েছে। গভীর সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টির কারণে সমুদ্রে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অফিস।

সোমবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার আবহাওয়া অফিসের প্রধান আবহাওয়াবিদ আবদুল হামিদ মিয়া। তিনি বলেন, উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এবং সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। সেইসঙ্গে তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।

কক্সবাজার সমুদ্রসৈকতে দায়িত্বরত বিচকর্মী মাহাবুব আলম বলেন, ‘সতর্ক সংকেত শোনার পরপরই আমরা পর্যটকদের পানির গভীরে না যেতে সচেতন করছি। সৈকতের প্রতিটি পয়েন্টে মাইকিং করা হচ্ছে। সেই সঙ্গে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সজাগ রয়েছি। আশা রাখছি, দ্রুত সংকেত কেটে যাবে। এবং পর্যটকরা আবারও সমুদ্রস্নানে মেতে উঠবে।’