সারা বাংলা

নরসিংদীতে ডাকাতির প্রস্তুতিকালে ৮ জন গ্রেফতার

নরসিংদীর মাধবদী উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৮ সদস্যকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) বিকেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. আল আমিন।

গ্রেফতাররা হলেন— নরসিংদীর মাধবদী থানার সাগরদী গ্রামের মো.  ইব্রাহিম (৪০), শফিকুল ইসলাম বাদল (৪০), মাধবদীর ডৌকাদি গ্রামের জমির আলীর ছেলে মো. ইউনুস (৩৫), বালাপুরের জাবেদ আলীর ছেলে মো. আয়ুব (২৫), বিরামপুর এলাকার আব্দুল হালিমের ছেলে মো. শাহীন (৩৭), নরসিংদী সদরের বানিয়াছল গ্রামের মৃত আবু তাহেরের ছেলে মো.  রুবেল (২৩), নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার শালমদী গ্রামের মো.  জালালের ছেলে মো. শাহীন (২৩) ও যশোরের কোতয়ালি থানার সাজেআলী গ্রামের মো. জাহাঙ্গীর (৪০)।

অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন জানান, সোমবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাধবদী থানাধীন চৌয়া সাকিনস্থ মতি সাহেবের প্রজেক্ট সংলগ্ন কালভার্টের উপর হতে বিশেষ অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৮ জন আন্তঃজেলা ডাকাত সদস্যকে আটক করা হয়। এ সময় ১টি পিস্তল, ১টি ম্যাগজিন, ২ রাউন্ড গুলি ও ডাকাতির কাজে ব্যবহৃত ১টি পিকআপ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদে আসামিরা জানায় তারা পরস্পর সহযোগিতায় মাধবদী থানা এলাকায় ডাকাতির উদ্দেশ্যে ঘটনাস্থলে অস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সমবেত হয়েছিল।

এ বিষয়ে আসামিদের বিরুদ্ধে মাধবদী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।