সারা বাংলা

পরীক্ষা স্থগিত: শিক্ষার্থী-অভিভাবকদের ক্ষোভ

প্রশ্ন নিয়ে জটিলতার কারণে চলমান এসএসসি’র চারটি বিষয়ে পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে দিনাজপুর শিক্ষা বোর্ড। হঠাৎ এমন সিদ্ধান্তে ক্ষোভের সৃষ্টি হয়েছে এসএসসি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে। 

এর আগে বুধাবর (২১ সেপ্টেম্বর) সকালে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক দিনাজপুর শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. মানিক হোসেন চারটি বিষয়ে এসএসসি পরীক্ষা  স্থগির রাখার বিষয়টি নিশ্চিত করেন।

দিনাজপুর জেলার হাকিমপুর পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বিজ্ঞান বিভাগের এসএসসি পরীক্ষার্থী ইসরাত জাহান মীম রাইজিংবিডিকে বলেন, ‘সিলেটের বন্যাসহ নানান অজুহাতে আমাদের পরীক্ষার সময় অনেক পিছিয়েছেন কর্তৃপক্ষ। আবারও চারটি পরীক্ষা স্থগিত করা হলো। আমরা তো আগামীকাল গণিত পরীক্ষার জন্য সব প্রস্তুতি নিয়েছি। আজ শুনছি গণিতসহ চারটি বিষয় পরীক্ষা স্থগিত। এতে আমাদের লেখাপড়ার মারাত্মক ক্ষতি হচ্ছে।’ 

একই কেন্দ্রের পরীক্ষার্থী হৃদয় বলেন, ‘পরীক্ষার প্রস্তুতি নিয়ে আছি। এখন শুনছি চারটি বিষয় পরীক্ষা হবে না। আবার কবে পরীক্ষা হবে কে জানে?’

অভিভাবক সুফিয়া বেগম রাইজিংবিডিকে বলেন, ‘অনেক আশা করে ছেলে-মেয়েকে লেখাপড়া করাচ্ছি। বন্যার কারণে একবার পরীক্ষা পিছিয়েছে। আজ আবারও কয়েকটা পরীক্ষা স্থগিত করা হয়েছে। এতে করে ছেলে-মেয়েদের পড়ার প্রতি আগ্রহ কমে যাচ্ছে।’

অপর অভিভাবক জাহিদুল ইসলাম জাহিদ বলেন, ‘বর্তমান শিক্ষা ব্যবস্থা মোটেও ভালো না। ছেলে-মেয়েদের লেখাপড়ার প্রতি অনীহা বাড়ছে। বিভিন্ন কারণবশত পরীক্ষা এর আগেও পিছিয়েছে। ১৫ সেপ্টেম্বর থেকে পরীক্ষা শুরু হয়েছে। আজ আবার শুনছি চারটি বিষয়ে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে। যার কারণে এই চার বিষয়ে পরীক্ষা স্থগিত করা হয়েছে। এভাবে চললে শিক্ষার্থীদের মনমানুসিকতা নষ্ট হয়ে যাবে। আমি মনে করি শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হওয়া উচিৎ।’

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক দিনাজপুর শিক্ষা বোর্ডে পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান বলেন, অনিবার্য কারণে চারটি পরীক্ষা স্থগিত করা হয়েছে। বাঁকি বিষয়গুলো যথা সময়ে অনুষ্ঠিত হবে। নতুন করে প্রশ্নপত্র তৈরি করে পরবর্তিত তারিখে ওই চারটি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে।’