সারা বাংলা

২৫ ভরি স্বর্ণালংকারসহ নারী আটক 

ঝিনাইদহে যাত্রীবাহী পরিবহনে তল্লাশি চালিয়ে ২৫ ভরি স্বর্ণালংকারসহ একজন নারীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। 

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের কালা নামকস্থানে চাকলাদার পরিবহন থেকে স্বর্ণালংকারসহ মুক্তা খাতুন নামের এই নারীকে আটক করা হয়। 

মুক্তা খাতুন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম এলাকার মিজানের স্ত্রী।

ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আবু রাসেল জানান, গোয়েন্দা পুলিশের ওসি শাহিন আলীর নেতৃত্বে বরিশালগামী চাকলাদার পরিবহন থেকে ভ্যানিটি ব্যাগে রাখা ২৫ ভরি স্বর্ণালংকারসহ অভিযুক্ত মুক্তা খাতুনকে আটক করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা। পরে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়।

জিজ্ঞাসাবাদে আটককৃত নারী জানান, ঝিনাইদহের কালীগঞ্জ থেকে তিনি ফরিদপুর নেমে গাড়ি পরিবর্তন করে এ স্বর্ণ ঢাকাতে নিয়ে যাচ্ছিলেন। তার বিরুদ্ধে সদর থানায় একটি মামলা হয়েছে।