সারা বাংলা

নিখোঁজের দুই বছর পর যুবকের কঙ্কাল উদ্ধার

বাগেরহাটের মোল্লাহাটে নিখোঁজের দুই বছর পর রানা শরীফ (২৫) নামের এক যুবকের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) উপজেলার শাসন গ্রামের একটি বাঁশ বাগান থেকে কঙ্কাল উদ্ধার করা হয়। রানা শরীফ শাসন গ্রামের শরীফ আহম্মেদ ওরফে বাচ্চু শরীফের ছেলে।

মোল্লাহাট থানা সূত্রে জানা যায়, ২০২০ সালে ২৮ সেপ্টেম্বর রানা শরীফ নিখোঁজ হন। পরে তার সন্ধান না পেয়ে মোল্লাহাট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন রানার বাবা।

বুধবার (২১ সেপ্টেম্বর) এ ঘটনায় পাঁচ জনকে আটক করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, তারা হত্যার কথা স্বীকার করেন। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী বাঁশ বাগানে মাটি খুড়ে রানার কঙ্কাল উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- শাসন গ্রামের মো. হোসাইন চৌধুরী (৩৯), মো. নাদিম চৌধুরী (৩২), মো. শহিদুল চৌধুরী (৩২), জুয়েল মোল্লা (৩৪) ও রুহুল আমিন (২৭)।

মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৌমেন দাস বলেন, ‘আটক পাঁচ জন জিজ্ঞাসাবাদে রানাকে হত্যার কথা স্বীকার করেছে। তারা কৌশলে রানা শরীফকে নেশা জাতীয় দ্রব্য সেবন করায়, পরে শ্বাসরোধে হত্যা করে। মরদেহ গুম করতে বস্তাবন্দী করে মাটি চাপা দেয়। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।’