সারা বাংলা

এক ইলিশের দাম ৫ হাজার টাকা

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে বশীর নামের এক জেলের জালে ধরা পড়েছে ২ কেজি ৭২০ গ্রাম ওজনের একটি ইলিশ। পরে মাছটি পাঁচ হাজার টাকায় কিনে নেন কারিমা ফিসের মালিক মুজিবুর রহমান।

সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে আলীপুর বিএফডিসি মৎস্য ঘাটে ইলিশটি বিক্রি করতে নিয়ে আসা হয়। এ সময় বড় আকৃতির মাছটিকে এক নজর দেখতে ভিড় করেন স্থানীয়রা।

কারিমা ফিসের মালিক মুজিবুর রহমান বলেন, ‘নিলামে সর্বোচ্চ ৭৪ হাজার টাকা মণ হিসাবে পাঁচ হাজার টাকায় মাছটি কিনে নেই। ইলিশটি ঢাকায় বিক্রির জন্য পাঠাবো। আশা করছি মাছটি আরও বেশি দামে বিক্রি হবে।’

আলীপুর-কুয়াকাটা মৎস্য আড়তদার মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা বলেন, ‘কয়েকদিন ধরে বড় সাইজের ইলিশের দেখা মিলছে। এর মধ্যে আজকের মাছটি সবচেয়ে বড় এবং ভালো দামও পাওয়া গেছে।’