সারা বাংলা

ব্যবসায়ী বিপ্লব নিহতের ৭ মাস পর লাশের ময়না তদন্ত

যশোরের চৌগাছার ব্যবসায়ী বিপ্লব হোসেন নিহতের সাত মাস পর আদালতের নির্দেশে আজ সোমবার (২৬ সেপ্টেম্বর) কবর থেকে লাশ উত্তোলন করে ময়না তদন্ত করা হয়েছে।

অভিযোগ আছে, পারিবারিক কলহের জের ধরে চাচাত ভাইদের হাতে গত ১ মার্চ হত্যার শিকার হন বিপ্লব। পূর্ব পরিকল্পনা অনুযায়ী চাচাত ভাইয়েরা বিপ্লবকে হত্যার পর মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত হয়েছে বলে চৌগাছা থানা পুলিশকে ম্যানেজ করে লাশ ময়না তদন্ত ছাড়াই দাফন করে।

নিহত বিপ্লবের স্ত্রী নাসরিন আক্তার জুডিশিয়াল আদালতে স্বামী হত্যার বিচার দাবি করে মামলা করেন। এই মামলার শুনানি শেষে আদালত লাশ কবর থেকে উত্তোলন করে ময়না তদন্তের নির্দেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইর এসআই সঞ্জয় আদালতের নির্দেশ মোতাবেক লাশ কবর থেকে তুলে ময়নাতদন্ত করেন।