সারা বাংলা

ধামইরহাটে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু

নওগাঁর ধামইরহাটে সাপের কামড়ে পান্না রহমান (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে বগুড়া শহীদ জিয়া মেডিক‌্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের ডিপুটি ডাইরেক্টর (ডিডি) আবদুল ওয়াদুদ।

পান্না রহমান ধামইরহাট উপজেলার চকময়রাম গ্রামের মঞ্জু রহমানের স্ত্রী।

পান্না রহমানের ছেলে মাহাদী মাসনাদ প্লাবন জানান, তার মাকে আছরের নামাজের পর সাপে কামড় দেয়। দ্রুত তাকে জয়পুরহাট আধুনিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে অ্যান্টিভেনম না থাকায় দ্রুত তাকে শহীদ জিয়া মেডিক‌্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শহীদ জিয়া মেডিক‌্যাল কলেজ হাসপাতালের ডিডি আবদুল ওয়াদুদ জানান, হাসপাতালে আসার সঙ্গে সঙ্গে রোগীর চিকিৎসা শুরু করা হয়েছে। কিন্তু এখানে আনার আগেই রোগীর শারীরিক অবস্থা খারাপ হয়ে যায়। সাপ কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে আনলে হয়তো তাকে বাঁচানো সম্ভব হতো।