সারা বাংলা

এক সপ্তাহ ধরে নিখোঁজ তরুণ, উৎকণ্ঠায় পরিবার

নিখোঁজের এক সপ্তাহ পেরিয়ে গেলেও এখনো সন্ধান মিলেনি সিলেটের মাদ্রাসা পড়ুয়া জাহাঙ্গীর আহমদ (২৮) নামের এক তরুণের। 

জাহাঙ্গীর দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়ন পরিষদের তথ্য কেন্দ্রের কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। তিনি সিলেট শহরতলীর পীরেরচকের ফজলুল হকের ছেলে। 

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) নিখোঁজ জাহাঙ্গীরের বড় ভাই দবির আহমদ নিশ্চিত করেন, এখনো তার সন্ধান পাওয়া যায়নি। তিনি জানান, উদ্বেগ-উৎকন্ঠায় রয়েছে তার পরিবার। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে শাহপরান (রহ.) থানায় সাধারণ ডায়রি করা হয়েছে।

নিখোঁজের বড় ভাই দবির আহমদ জানান,  গত শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাত অনুমান ৯টায় জাহাঙ্গীর আহমদ নগরীর শিবগঞ্জে যাওয়ার কথা বলে বাসা থেকে বেরিয়ে যায়। রাত ১১টা হয়ে গেলেও বাসায় না ফেরায় খোঁজ পড়ে তার। জাহাঙ্গীরের ব্যবহৃত মোবাইল নম্বরে কল দিলেও বন্ধ পাওয়া যাচ্ছে। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। নিখোঁজ জাহাঙ্গীর আহমদ সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার অনার্স শেষ বর্ষের ছাত্র।

সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়, তার উচ্চতা ৬ ফুট ২ ইঞ্চি, গায়ের রং ফর্সা, মুখে দাড়ি-গোঁফ আছে, শারীরিক গঠন হালকা পাতলা। কেউ তার সন্ধান পেলে ০১৭৯৪২৩৩২৩২ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন জাহাঙ্গীদের ভাই দবির আহমদ।