সারা বাংলা

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে : ডিআইজি খ. মহিদ উদ্দিন

পুলিশের খুলনা রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) ড. খ. মহিদ উদ্দিন বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দেশ। সবাইকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। 

সোমবার (৩ অক্টোবর) রাত ৮টায় ডিআইজি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরার বিভিন্ন মণ্ডপে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন শেষে মায়েরবাড়ী পূজামণ্ডপে আলোচনাসভায় মিলিত হন। সভায় সভাপতিত্ব করেন জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট সোমনাথ ব্যানার্জী।

উপমহাপুলিশ পরিদর্শক ড. খ. মহিদ উদ্দিন বলেন, পূজামণ্ডপে নিরাপত্তার জন্য পুলিশের কয়েকটি টিম রাত-দিন ২৪ ঘণ্টা নিয়োজিত রয়েছে। নির্বিঘ্নে পূজা উদযাপনে সব ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ হুমায়ুন কবির, পুলিশ সুপার (এসপি) কাজী মনিরুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার ফতেমা তুজ-জোহরা, অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান প্রমুখ।