সারা বাংলা

খুলনায় বড় বাজারের আগুন নিয়ন্ত্রণে

খুলনার বড় বাজারের তুলা পট্টিতে লাগ আগুন সোয়া এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুনে ছয়টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। 

বুধবার (৫ অক্টোবর) দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ও স্থানীয় লোকজন আগুন নেভানোর কাজ শুরু করেন। 

স্থানীয় ব‌্যবসায়ী জিয়াউর রহমান বলেন, দুপুর ১টার দি‌কে আগুন লাগার খবর পাই। আগু‌নে বড় বাজারের ভৈরব স্ট‌্যান্ড জুতাপ‌ট্রি সংলগ্ন ঘা‌টের ৬টি দোকান সম্পূর্ণ পু‌ড়ে গেছে।’ 

বড় বাজা‌রের ব‌্যবসায়ী উজ্বল ব‌্যানার্জী ব‌লেন, ‘দূর্গা পূজার শেষ দিন আজ। এ উপলক্ষে অধিকাংশ দোকানপাট বন্ধ ছিল। গু‌টি ক‌য়েক দোকান খোলা ছিল। যদি সব দোকান খোলা থাকতো তাহলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো।’ 

বড় বাজার ছিট কাপড় দোকান মা‌লিক স‌মি‌তির সভাপ‌তি আজিজুল ইসলাম ব‌লেন, ‘কংস বা‌ণিজ‌্য ভান্ডার থে‌কে প্রথ‌মে আগুনের সূত্রপাত হয়। আগুন দে‌খে বাজা‌রে আগত ক্রেতারা ছোটাছুটি শুরু করেন। আগুন নিয়ন্ত্রণে আনতে দ্রুত ফায়ার সা‌র্ভিসকে খবর দেওয়া হয়। পরে ফায়ার সার্ভিস ও বড় বাজারের শ্রমিকরা মিলে সোয়া এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।’ 

ফায়ার সা‌র্ভিস খুলনা বিভাগীয় উপ-প‌রিচালক মো. সা‌লেহ উদ্দিন ব‌লেন, ‘টুটপাড়া ফায়ার সা‌র্ভিসের সদস‌্যরা খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে যায়।  পরে বয়রা ও টুটপাড়ার ফায়ার সার্ভিসের ছয়টি  ইউ‌নিট দুপুর সোয়া ২টার দি‌কে আগুন নিয়‌ন্ত্রেনে আনে। এখন ড‌্যা‌ম্পিং‌য়ের কাজ চল‌ছে।’

তিনি আরও বলেন, ‘ভৈরব স্ট‌্যা‌ন্ডের রাস্তা সরুগ‌লি হওয়ায় ফায়ার সার্ভিসের গা‌ড়ি প্রবেশ ক‌রে‌নি। তাই নদীতে পাম্প বসিয়ে আগু‌নে পা‌নি দেওয়া হ‌য়। ত‌বে কী কার‌ণে আগু‌নের সূত্রপাত হ‌য়ে‌ছে তা এখনই বলা সম্ভব নয়।’