সারা বাংলা

ছুটির দিনেও অভিযান, জরিমানা আদায়

সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারও (১৪ অক্টোবর) রাজশাহীর বাজার মনিটরিংয়ে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে দুটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। 

ভোক্তা অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ এ অভিযান পরিচালনা করেন। 

হাসান-আল-মারুফ বলেন, শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর উপশহর নিউমার্কেট ও গোরহাঙ্গা এলাকার মাংসের দোকান, মুদি দোকান, সবজির দোকান ও খাবার হোটেলে অভিযান চালানো হয়। উপশহর নিউমার্কেট এলাকার রফিক স্টোর নামের একটি দোকানে বিভিন্ন ব্রান্ডের মেয়াদ উত্তীর্ণ সাবান, রুহ আফজা ও কর্ন ফ্লাওয়ার বিক্রি করতে দেখা গেছে। ওই দোকানের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়াও গোরহাঙ্গহা এলাকায় ‘তেহেরি ঘর’ নামের একটি খাবারের হোটেলে অস্বাস্থকর পরিবেশ খাদ্যপণ্য সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ দেখা গেছে। খাবারের এ হোটেলটি অবিক্রিত থেকে যাওয়া বিরিয়ানি থেকে মাংস আলাদা করে আবার কাচ্চি বিরিয়ানির সঙ্গে রান্না করে বিক্রি করতো। এই অপরাধে তেহেরি ঘরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি আরও জানান, অভিযানে রাজশাহী নগর পুলিশের একটি দল সহায়তা করে। জনস্বার্থে এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।