সারা বাংলা

পুলিশের ওপর হামলা: বিএনপির ৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা 

চাঁদপুরের হাজীগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর মিছিল থেকে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপসহ হামলার ঘটনায় বিএনপির ৫০০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

রোববার (৩০ অক্টোবর) রাতে মামলার তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) পঙ্কজ কুমার দে।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, হামলায় ৫ জন পুলিশ আহত হয়েছে। যারা পুলিশের দায়িত্ব পালন বাধাগ্রস্ত করতে ইটপাটকেল নিক্ষেপসহ হামলা চালিয়েছে, তাদের ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত যুবদল নেতা রাজা তালুকদার, ছাত্রদলনেতা হাবিবুর রহমান, মৎসজীবীদল নেতা মোস্তফা কামাল, নজরুলসহ ২২ নেতাকর্মীকে সন্ধ্যায় জেলহাজতে পাঠানো হয়েছে। সব মিলিয়ে ৫০০ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। পর্যায়ক্রমে সকলের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত থাকবে। 

হাজীগঞ্জ থানা সূত্রে জানা যায়, পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৬ রাউন্ড টিয়ারশেল ও ২৪টি শর্টগানের ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। এরপর যুবদলের মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়। অন্যথায় বিক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা যেকোনো পরিস্থিতি সৃষ্টি করতে পারতো বলে মনে করছে পুলিশ।

চাঁদপুর জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান ও সাধারণ সম্পাদক নুরুল আমিন খান আকাশ সংবাদ বিজ্ঞপ্তিতে দলীয় নেতাকর্মীদের মুক্তি দাবি করেছেন।