সারা বাংলা

হিলিতে দুই মর্টার সেল উদ্ধার

দিনাজপুরের হিলিতে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ চলাকালীন দুইটি পরিত্যক্ত মর্টার সেল উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে হিলির মহেশপুর গ্রামের ইউসুফ আলীর বাড়ির পাশের একটি মাঠ থেকে বোমা দুটি উদ্ধার করা হয়।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি আবু সায়েম জানান, মহেশপুর গ্রামের বাসিন্দা ইউসুফ আলী নামের এক ব্যক্তি মাটির নিচে পরিত্যাক্ত অবস্থায় ১২ কেজি ওজনের দুইটি মর্টার সেল পান। পরে তিনি সেগুলো বাড়িতে নিয়ে আসেন। গ্রাম পুলিশের মাধ্যমে খবর পেয়ে পুলিশের একটি দল ওই গ্রামে যায় এবং ইউসুফ আলীর বাড়ির উঠান থেকে মর্টার সেল দুইটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। ধারণা করা হচ্ছে, মর্টার সেল দুটি মুক্তিযুদ্ধের সময়কার।