সারা বাংলা

আপত্তিকর ছবি ছড়ানোয় যুবকের কারাদণ্ড

সাবেক নারী সহকর্মীর আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম মেসেঞ্জারে ছড়িয়ে দেওয়ার অপরাধে এক যুবকের দুই বছরের সশ্রম কারাদণ্ড হয়েছে। আলাদা দুটি ধারায় তাকে এক বছর করে এ শাস্তি দেওয়া হয়। একই সঙ্গে প্রতি ধারায় ওই যুবককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। প্রতি লাখ টাকা অনাদায়ে আরও তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন। 

সাজাপ্রাপ্ত যুবকের নাম মো. সানা উল্লাহ (২৮)। তিনি সিরাজগঞ্জের শাহাজাদপুর উপজেলার বাড়াবিল সরকারপাড়া গ্রামের বাসিন্দা। 

আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমত আরা জানান, আসামি সানা উল্লাহ ও ভুক্তভোগী নারী দুবছর আগে বগুড়ার একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। তখন সানা উল্লাহ’র সঙ্গে ওই নারীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। সেসময় সানা উল্লাহ কৌশলে ওই নারীর কিছু আপত্তিকর ছবি তুলে রাখেন। পরবর্তীতে ওই নারী চাকরি ছেড়ে চলে যান। কিন্তু সানা উল্লাহ নারীকে ফোন করে স্বামীকে তালাক দেওয়ার জন্য চাপ দিতে শুরু করেন। কিন্তু ওই নারী প্রস্তাবে রাজি না হওয়ায় সাজাপ্রাপ্ত সানা উল্লাহ ভুক্তভোগীর কিছু আপত্তিকর ছবি তার স্বামীসহ ঘনিষ্ঠজনদের কাছে ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে পাঠান। এ নিয়ে গত বছরের ২ ফেব্রুয়ারি ভুক্তভোগী নারী বগুড়া সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেন। শুনানি শেষে আজ মামলার রায় ঘোষণা করেন রাজশাহী সাইবার ট্রাইবুনালের বিচারক।

তিনি আরও জানান, রায় ঘোষণার সময় আসামি আদালতের কাঠগড়ায় হাজির ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।