সারা বাংলা

পুঠিয়া পৌরসভা কার্যালয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন 

বিল বকেয়া থাকায় রাজশাহীর পুঠিয়া পৌরসভা কার্যালয়ের তিনটি বিদ্যুৎ সংযোগের মধ্যে দুটি গতকাল মঙ্গলবার বিচ্ছিন্ন করেছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা। বুধবার (২ নভেম্বর) দুপুর ১২টা পর্যন্ত ওই দুটি সংযোগ চালু করা হয়নি। তবে দাপ্তরিক কাজের জন্য পৌরসভা কার্যালয়ের সংযোগটি সচল রাখা হয়েছে।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ (পুঠিয়া অঞ্চল) সূত্রে জানা গেছে, পুঠিয়া পৌরসভা কার্যালয়ে তাদের তিনটি বিদ্যুৎ সংযোগ রয়েছে। গত কয়েক মাসে এই তিনটি সংযোগের প্রায় সাড়ে ৭ লাখ টাকার বিল বকেয়া হয়েছে। বিল পরিশোধ করতে একাধিকবার চিঠি দিলেও পৌর কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো উদ্যাগ নেয়নি।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতির উপ-মহাব্যবস্থাপক ইয়াকুব আলী শেখ বলেন, ‘বকেয়া বিল না দেওয়ার কারণে পৌরসভা কার্যালয়ের দুটি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এরমধ্যে সড়কবাতির সংযোগটিও আছে। তবে দাপ্তরিক কাজের জন্য পৌরসভা কার্যালয়ের সংযোগটি সচল রাখা হয়েছে। বিল পরিশোধ করলেই আবারো সংযোগ দেওবার ব্যবস্থা করা হবে।’ 

এ বিষয়ে জানতে চাইলে পৌর মেয়র আল মামুন বলেন, ‘বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে এটা সত্যি। এখনো বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি। এই বিদ্যুৎ বিল আমার আমলের নয়। আগের মেয়রের সময়কার। তাই এই বিল আমি পরিশোধ করবো না।’