সারা বাংলা

খুলনার বারাকপুর ইউপির নতুন চেয়ারম্যান পাভেল 

খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী গাজী সাহাগীর হোসেন পাভেল চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বুধবার (২ নভেম্বর) ইউনিয়নের ৯টি কেন্দ্রে ইভিএম এ ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় বেসরকারিভাবে তাকে নির্বাচিত ঘোষণা করা হয়। 

রিটার্নিং কর্মকর্তা মো. বজলুর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নবনির্বাচিত চেয়ারম্যান গাজী সাহাগীর হোসেন পাভেল দিঘলিয়া উপজেলা যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক খেলোয়াড়। তিনি এ ইউপির প্রয়াত চেয়ারম্যান গাজী জাকির হোসেনের ভাইয়ের ছেলে।

রিটার্নিং অফিসার মো. বজলুর রশীদ জানান, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই বুধবার উপনির্বাচনে ভোটগ্রহণ করা হয়। ইউনিয়নের মোট ১৯ হাজার ৩৮৫ জন ভোটারের মধ্যে ৯ হাজার ৬৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন। প্রাপ্ত ভোটে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের গাজী সাহাগীর হোসেন পাভেল ৮ হাজার ৭৬৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। একমাত্র প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের মো. কামাল হোসেন বিশ্বাস পেয়েছেন ৩০০ ভোট।

দিঘলিয়া উপজেলার ২নং বারাকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী জাকির হোসেন গত ১২ জুন সন্ত্রাসী হামলায় আহত হয়ে দীর্ঘ ৫০ দিন ঢাকায় চিকিৎসাধীন থাকার পর ৩ আগস্ট মারা যান। তার মৃত্যুতে চেয়ারম্যান পদটি শূন্য হয়।