সারা বাংলা

‘নিরাপদ রিজার্ভের জন্য আইএমএফের কাছে ঋণ চাওয়া’

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি বলেছেন, দেশের স্বার্থ রক্ষা করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের ঋণ নেওয়া হবে। প্রয়োজনীয় শর্ত অর্থ মন্ত্রণালয় পরীক্ষা-নিরীক্ষা করছে। আইএমএফের ঋণ নিলে দেশের রিজার্ভে প্রভাব পড়বে না। সব দিক বিবেচনা করে আইএমএফের সঙ্গে আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, ‘আইএমএফ টাকা না দিলে আমরা রসাতলে যাব, তা নয়। যদি প্রয়োজন পড়ে, সেজন্য সিকিউরিটি নিয়ে রাখা হচ্ছে। আমাদের নিরাপদ রিজার্ভ গড়ে তোলার জন্য এ ঋণ দরকার।’ 

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন সামনে দুর্ভিক্ষ হতে পারে। আমরা যেন এক ইঞ্চি আবাদযোগ্য জমি ফেলে না রাখি। আমরা দেশে সর্বোচ্চ ফসল ফলানোর চেষ্টা করবো। আমাদের ব্যাপক প্রস্তুতি রয়েছে, আশা করি দেশের কোনো সমস্যা হবে না।’ 

শনিবার (০৫ নভেম্বর) দুপুরে রংপুরে লেক ভিউ পার্ক সিটি এলাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন বাণিজ্যমন্ত্রী। 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বণিজ্যমন্ত্রী বলেন, ‘বিশ্বের পোশাক মার্কেটে এ মুহূর্তে ডাউনওয়ার্ক চলছে। যেটা গত দু-তিন মাস আগে সর্বোচ্চ পিকআপে ছিল। করোনার প্রভাব, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ইস্যু এগুলোর জন্য মানুষ অর্থনৈতিকভাবে চাপে পড়েছে। আমাদের দেশে যে পোশাক উৎপাদন হয়, সেটা সাধারণ মানুষের জন্য। এ ধরনের পোশাক সেলসে ক্ষতি হয় না। সামান্য পরিবর্তন হতে পারে। আশা করি জানুয়ারির পর থেকে ধীরগতি কেটে যাবে।’ 

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিশ্ব বাজারে একটু দাম বেড়ে গেলে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট তৈরি করে বাজার অস্থিতিশীল করার অপচেষ্টা করছে। সেই জন্য বাণিজ্য মন্ত্রণালয়সহ সরকারের অন্য দপ্তরগুলো সজাগ রয়েছে এবং কাজ করে যাচ্ছে।’

এ সময় রংপুর জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন বাবলুসহ স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে বাণিজ্যমন্ত্রী রংপুর জেলা স্কুল মাঠে রংপুর জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে যোগ দেন। 

সম্মেলনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সম্মেলনে সম্মানিত অতিথি ছিলেন আওয়ামীলীগের সভাপতিমণ্ডলীর সদস্য শ্রী রমেশ চন্দ্র সেন, শাহজাহান খান।