সারা বাংলা

যশোরে স্বর্ণের বারসহ নারী আটক

ভারতে পাচারের সময় বেনাপোলের পুটখালী সীমান্ত থেকে ১ কেজি ১৬৬ গ্রাম ওজনের ১০টি স্বর্ণের বারসহ রত্না খাতুন (৩৪) নামে এক নারীকে আটক করেছে বিজিবি। 

রোববার (৬ নভেম্বর)  রাত ৯টার দিকে তাকে আটক করা হয়। 

আটক হওয়া রত্না বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রামের কামাল হোসেনের স্ত্রী। 

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী গ্রামে অভিযান চালানো হয়। এসময় একটি কলা বাগানের ভেতর থেকে রত্নাকে আটক করা হয়। এসময় ওই নারীর কাছে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১০ পিস স্বর্ণের বার উদ্ধার করে বিজিবির নারী সদস্যরা। জব্দকৃত স্বর্ণের ওজন ১ কেজি ১৬৬ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ৮২ লাখ ৩৪ হাজার টাকা। 

তিনি আরো জানান, আটককৃতকে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে। 

উল্লেখ্য, চলতি বছরে খুলনা ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্ত এলাকা হতে ১৫ চালানে ১৭ জন আসামীসহ সর্বমোট ৩১ কেজি ১১০ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য ২২ কোটি ২৮ লাখ ১৬ হাজার ৭৪৮ টাকা।