সারা বাংলা

প্রাইভেটকারে মিললো ৫০ কেজি গাঁজা, আটক ১ 

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর  মহিপাল এলাকায় একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৫০ কেজি গাঁজা জব্দ তরেছে র‌্যাব। এসময় মাদক পাচারের অভিযোগে একজনকে আটক করা হয়। 

মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানায় র‌্যাব-৭ ফেনী ক্যাম্পের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ জুনায়েদ জাহিদী।

আটককৃতের নাম মো. রাশেদ (২০)।  তিনি ফটিকছড়ি জেলার পাইনদহ গ্রামের মো. নূরুজ্জামানের ছেলে।

জুনায়েদ জাহিদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালায় র‌্যাব। এসময় কুমিল্লা থেকে চট্টগ্রামগামী একটি প্রাইভেট কারকে মহিপাল সংলগ্ন হাজী নজির আহম্মদ এলপিজি এন্ড ফিলিং স্টেশনের সামনে থামানোর সংকেত দেওয়া হয়। কিন্তু গাড়িটি না থামিয়ে চালক দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে র‌্যাব সদস্যরা প্রাইভেট কারসহ এক ব্যক্তিকে আটক করে। তল্লাশি করে গাড়ির পেছনের সিটের ওপর রাখা দুটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ৫০ কেজি গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য ৭ লাখ ৫০ হাজার টাকা।