সারা বাংলা

দ্বিতীয় দিনের পরিবহন ধর্মঘট চলছে ফরিদপুরে

পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিনেও ফরিদপুর থেকে কোনো যাত্রীবাহী বাস ছেড়ে যায়নি। এমন কি আশপাশের জেলাগুলো থেকেও কোনো গণপরিবহন এ জেলায় প্রবেশ করছে না। ফলে বিভিন্ন গন্তব্যের ‍উদ্দেশ্যে রওনা করা যাত্রীদের ভোগান্তি পোহাতে দেখা যায়। 

এদিকে ফরিদপুর শহরের বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে টহল দিতে দেখা গেছে পুলিশকে। রাস্তায় গাড়ি তল্লাশি করছে তারা। বিশেষ করে ভাঙ্গা বিশ্বরোড, গোয়ালন্দ মোড়, মাঝকান্দির মোড়, তালমার মোড়, পুকুরিয়ার মোড়, শিবরামপুর মোড়, বসন্তপুর মোড়ের বিভিন্ন পয়েন্টে পুলিশের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

ফরিদপুর জেলা মালিক সমিতি ঐক্য পরিষদের ডাকা ৩৮ ঘণ্টার ধর্মঘট আজ রাত ৮টার দিকে শেষ হওয়ার কথা রয়েছে। 

ফরিদপুর অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল সুমন রঞ্জন সরকার জানান, ‘শৃঙ্খলা ও জনগনের নিরাপত্তার স্বার্থে আমরা মাঠে পুলিশ মোতায়েন করেছি। শহরে যাতে দাঙ্গা-ফ্যসাদ, সন্ত্রাসী কর্মকাণ্ড হতে না পারে সেই দিকে খেয়াল রেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া যানযট এড়াতে আমরা শহরের মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশ মোতায়েন করেছি।’

ফরিদপুর জেলা বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গোলাম নাসির বলেন, মহাসড়কে দুর্ঘটনার অন্যতম কারণ তিন চাকার হুইলার। প্রসাশন কোনো ব্যবস্থা না নেওয়ায় আমরা ধর্মঘট ডেকেছি। আমাদের আন্দোলনের সঙ্গে বিএনপির সমাবেশের কোনো সম্পর্ক নেই।’