সারা বাংলা

সাভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পটুয়াখালীর এসিল্যান্ড আহত

ঢাকার সাভারে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আবুবক্কর সিদ্দিকী আহত হয়েছেন। তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সিঅ্যান্ডবি এলাকায় এ ঘটনা ঘটে। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা এই তথ্য নিশ্চিত করেন।

আবুবক্কর সিদ্দিকী পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত আছেন। জানা গেছে, আবুবক্কর সিদ্দিকী সাভারের বিসিএস লাইভস্টক একাডেমিতে চলমান সার্ভে সেটেলমেন্ট কোর্সে প্রশিক্ষণে আছেন।  সোমবার ঢাকায় তার মাকে দেখে রাতে তিনি প্রশিক্ষণকেন্দ্রে ফিরছিলেন।

প্রত্যক্ষদর্শী সিএন্ডবি এলাকার সিএনজি চালক আব্দুর রহিম বলেন, ‘আমরা ৪-৫ জন ড্রাইভার রাইতের বেলা সিএন্ডবি স্ট্যান্ডে আছিলাম। হঠাৎ রাস্তার (ঢাকা-আরিচা মহাসড়ক) ওইপাড় থাইকা চিল্লানোর আওয়াজ শুইনা দৌড়াই যাই। ততক্ষণে ৫-৬ জন ছিনতাইকারী ওই লোকটারে ছুরি মাইরা সব নিয়া পালায় যায়। ছিনতাইকারীরা জাহাঙ্গীরনগর বিশ্বিবদ্যালয়ের দেয়াল টপকাইয়া ভিতর দিয়া পলাইছে আমাগো দেইখা। পরে হ্যারে নিয়া এনাম মেডিক্যালে ভর্তি করছি।’

কলাপাড়া উপজেলার নির্বাহী অফিসার শংকর চন্দ্র বৈদ্য বলেন, কলাপাড়া উপজেলা সহকারী (ভূমি) কর্মকর্তা আবুবক্কর সিদ্দিকীকে ছিনতাইকারীরা ছুরিকাঘাত করেছে বলে আমাকে মুঠোফোনে জানানো হয়েছে। তবে বিস্তারিত আমি খবর নিচ্ছি।