সারা বাংলা

‘৩০০ আসনে সিসি ক্যামেরা বসানো অসম্ভব’ 

নির্বাচন কমিশনার আহসান হাবিব খান বলেছেন, ‘গাইবান্ধার নির্বাচনে ১৪৩টি কেন্দ্রে ১ হাজার ১০০ সিসি ক্যামেরা বসানো হয়েছিল। কিন্তু সারাদেশে ৩০০ আসনে নির্বাচনের জন্য সাড়ে ৪ লাখ সিসি ক্যামেরা প্রয়োজন। তাই সাধ থাকলেও সাধ্যের মধ্যে তা অসম্ভব। তবে নির্বাচন কমিশন বসে এ ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবে।’

শনিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলা সদরের নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ভোটার তালিকা হালনাগাদ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি।

জাতীয় নির্বাচনকে ঘিরে অন্য দেশের রাষ্ট্রদূতদের তৎপরতা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের নয় বলেও মন্তব্য করেছেন আহসান হাবিব খান। 

তিনি বলেন, ‘বিদেশি রাষ্টদূতরা যদি কেউ কোনো মতামত দিতে চান, তাহলে সেটা এটা দেখার জন্য আমাদের ভিন্ন মন্ত্রণালয় আছে। আমরা শুধু নির্বাচন পরিচালনা করার জন্য যা করা দরকার তাই করবো। অন্য কোনো বিষয় দেখার দায়িত্ব আমাদের নয়।’

আহসান হাবিব খান আরও বলেন, ‘আমাদের কোন আন্তরিকতার অভাব নেই। আমরা সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেছি, মত বিনিময় করেছি। কেউ কেউ এসেছে, আবার কেউ আসেনি। আমাদের দরজা সব সময় জন্য খোলা। যদি কোনো রাজনৈতিক দল আমাদের কাছে আসে, তাদের কথা শুনবো আমরা।’ 

এসময় অন্যদের মধ্যে রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসালম, জেলা প্রশাসক একেএম গালিভ খান, পুলিশ সুপার এএইচএম আব্দুর রকিব,জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।