সারা বাংলা

আন্ত:জেলা ডাকাত দলের সদস্য গ্রেপ্তার

খুলনার লবচোড়া এলাকা থেকে একাধিক মামলার আসামি আন্ত:জেলা ডাকাত দলের সদস্য মনিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার সকালে ওই এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে পটুয়াখালীর কলাপাড়া থানা পুলিশ। পরে সন্ধ্যায় তাকে কলাপড়ায় নিয়ে আসা হয়। মনিরুল বরগুনা জেলার গৌরিচন্না এলাকার মৃত খায়রুল ইসলামের ছেলে। তার নামে বরগুনাসহ দেশের বিভিন্ন থানায় ৫টির বেশি মামলা রয়েছে।

পুলিশ জানায়, গত ২৫ জুন রাতে কলাপাড়া উপজেলার মোস্তফাপুর গ্রামের অবসরপ্রাপ্ত মাদ্রাসা শিক্ষক আবদুর রব হাওলাদার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ওই রাতে বাড়িতে শুধু তার ছেলে সাইফুল, স্ত্রী লিমা এবং তাদের পুত্র সন্তান ছোট শিশু সাফওয়ান ছিলো। এ সুযোগে রাতে ডাকাতরা আবদুর রব হাওলাদারের ঘরে প্রবেশ করে তার ছেলে সাইফুল ইসলাম ও স্ত্রী লিমা বেগমের হাত, পা, চোখ এবং মুখ বেঁধে ফেলে। পরে তার নাতি সাফাওয়ানকে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের মারধর করে এবং প্রায় ১৭ লাখ টাকার মালামাল লুটে নেয়। এই ডাকাতির ঘটনায় জড়িত ছিলো একাধিক মামলার আসামি মনিরুল।

কলাপাড়া থানার ওসি মো. জসিম জানান, মোস্তফাপুরের ডাকাতির ঘটনায় এ পর্যন্ত ১০ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে।