সারা বাংলা

নয়া পল্টন বিএনপির জনসভা করার জায়গা, নাকি গাড়ি চলাচলের

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘বিএনপি চায় নয়া পল্টনে জনসভা করতে। নয়া পল্টনতো জনসভা করার জায়গা না, গাড়ি চলাচলের জায়গা। বিএনপি ১০ ডিসেম্বর নয়া পল্টনে জনসভার পর গোলাযোগ তৈরি করতে চায়।’ 

শুক্রবার (২৫ নভেম্বর) সকাল ১১টার দিকে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ মান্তাপল্লী মাঠে আয়োজিত অবহেলিত চরাঞ্চল উন্নয়নে শেখ হাসিনা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। 

খালিদ মাহমুদ বলেন, ‌‘মির্জা ফকরুল বলেছেন, দেশ নাকি তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছে। যদি দেশ তলাবিহীন ঝুড়ি হয় তাহলে এতো উন্নয়ন হতে পারতো না।  মানুষ তাহলে না খেয়ে দিন পার করতো। বিএনপির তলা ফেটে গেছে। বিএনপি জনগণের কাছে যায় না। বিএনপি এখন বিভিন্ন দেশের অ্যাম্বাসেডরদের কাছে ধন্যা দেয়।’ 

তিনি আরো বলেন, ‘একটা সময় সমুদ্রে আমাদের কোন অধিকার ছিলো না। সমুদ্রে যেতে হলে ভারত এবং মিয়ানমারের অনুমতি নিয়ে যেতে হতো। এখন শেখ হাসিনার নেতৃত্ব বাংলাদেশ সমুদ্র জয় করেছে। সমুদ্রে বুকে নতুন নতুন চর জেগে আরেকটি বাংলাদেশ তৈরী হচ্ছে। সমুদ্রের সুনিল অর্থনীতি বাংলাদেশকে ধনী দেশে পরিনত করবে।’  

উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুজ্জামান মামুনের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিবুর রহমান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কুদ্দুস আফরাদ ও রাঙ্গাবালী প্রেসক্লাবের সভাপতি সিকদার জোবায়ের হোসেন, রাঙ্গাবালী উপজেলা নির্বাহী অফিসার মাশফাকুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলার সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান প্রমুখ।