সারা বাংলা

বিএনপির সমাবেশস্থলে ইন্টারনেট সেবায় বিঘ্ন!

কুমিল্লায় বিএনপির সমাবেশস্থলে মোবাইলে ইন্টারনেট সেবায় বিঘ্ন ঘটছে বলে অভিযোগ উঠেছে। এতে সংবাদ পাঠাতে সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন নামপ্রকাশে অনিচ্ছুক একাধিক সংবাদ কর্মী।

মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ দুই কর্মকর্তা জানান, একটি টাওয়ারে সাধারণত যতটুকু ইন্টারনেট কাভার হয়, তার চেয়ে বেশি মোবাইল অ্যাকসেস হচ্ছে। তাই বাফারিং হচ্ছে।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক হাজি আমিনুর রশীদ ইয়াছিন বলেন, ‘এটা সরকারের নির্দেশেই হয়েছে। আগের সমাবেশেও এমন হয়েছে। এগুলো করে নেতা-কর্মীদের দমিয়ে রাখা যাবে না।’

বিএনপির বিভাগীয় সমাবেশে শনিবার সকাল থেকেই দলে দলে আসছেন নেতা-কর্মীরা। তাদের স্লোগানে মুখরিত সমাবেশস্থল টাউন হল মাঠ।

এ সমাবেশে সভাপতিত্ব করবেন দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও দলটির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজি আমিনুর রশীদ ইয়াছিন।

সমাবেশ শুরু হওয়ার কথা ছিল সকাল ১০টায়, তবে নির্ধারিত সময়ে সেটি শুরু হয়নি। বেলা সাড়ে ১১টার মধ্যে সমাবেশ শুরু হতে পারে বলে জানিয়েছেন বিএনপির নেতারা।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুর ১টায় তার সমাবেশস্থলে আসার কথা রয়েছে।

এর আগে শুক্রবার রাতেই সমাবেশস্থল ঘুরে দেখেছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা।