সারা বাংলা

শেরপুরে দিনমজুরকে হাত-পা বেঁধে নির্যাতন, গ্রেপ্তার ২

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় আবু রায়হান গাজী (৪০) নামে এক দিনমজুরকে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার ( ২৭ নভেম্বর) উপজেলার ধানশাইল ইউনিয়নের মাদারপুর গ্রামে এ মারধরের ঘটনা ঘটে। 

আবু রায়হান ওই গ্রামের মৃত আব্দুল ওয়াহাবের ছেলে। এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলেন একই গ্রামের আবুল কালাম আজাদ ও হুমায়ুন কবির।   পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই এলাকার প্রভাবশালী কয়েকজনের সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো আবু রায়হানের। এ ঘটনাকে কেন্দ্র করে আজাদ-হুমায়ুনসহ তার লোকজন আবু রায়হানকে হাত-পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালায়। এসময় আবু রায়হানকে উদ্ধার করতে এসে মারপিটের শিকার হন তার স্ত্রী রানী আক্তার। পরে ৯৯৯ নম্বরে ফোন দেন স্থানীয়রা। ফোন পেয়ে ঝিনাইগাতী থানার এসআই ফরিদ উদ্দিন, এএসআই জিল্লুর রহমানসহ সঙ্গীয় পুলিশ নিয়ে ঘটনাস্থল থেকে আবু রায়হানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 

এব্যাপারে আবু রায়হানের বড় ভাই জালাল উদ্দিন বাদী হয়ে ৯ জনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল আলম ভুইয়া বলেন, এ ঘটনায় আবুল কালাম আজাদ ও হুমায়ুনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিরা পলাতক থাকায় তাদেরকে গ্রেপ্তারে অভিযান অব্যহত আছে।