সারা বাংলা

গ্রামে থেকে অনন্য মেধার স্বাক্ষর রাখলেন ফারজানা আক্তার

গ্রামের স্কুলে পড়াশোনা করেও যে এসএসসি পরীক্ষায় তাক লাগানো ফলাফল করা যায় তারই প্রমাণ রেখেছেন ফারজানা আক্তার।  পঞ্চম শ্রেণি থেকে প্রতিটি ক্লাসে প্রথম স্থান অধিকার করা মেধাবী এই শিক্ষার্থী ভবিষ্যতে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখছেন। 

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়ম নগর বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ-৫ অর্জন করেছেন তিনি।

রাঙ্গুনিয়া উপজেলার মরিয়ম নগর ইউনিয়নের সওদাগর পাড়া গ্রামের জসিম উদ্দিন এবং রহিমা আকতার মরিয়মের মেয়ে ফরজানা আক্তার। 

এসএসসি পরীক্ষায় ১২টি বিষয়ের মধ্যে ফারজানা আক্তার ১১টি বিষয়ে পেয়েছেন ৯৫ থেকে ৯৮ করে নম্বর। ইংরেজি দুই সাবজেক্টে তিনি পেয়েছেন ১৫৮ নম্বর। 

সোমবার (২৮ নভেম্বর) দুপুরে ফারজানা আক্তার রাইজিংবিডিকে বলেন, ‘ভালো ফলাফলের জন্য গ্রামের স্কুল বা শহরের স্কুলের কোনো পার্থক্য নেই। নিজের একাত্মতা দিয়ে পড়াশোনা করলেই ভালো ফলাফল সম্ভব।’ 

তিনি আরও বলেন, ‘আমি দিনে গড়ে ৬/৭ ঘণ্টা পড়াশোন করতাম। এবারের এসএসসি পরীক্ষায় ৯৫ থেকে ৯৮ শতাংশ নম্বর পেয়ে এ-প্লাস গ্রেড অর্জন করেছি। আগামীতে চট্টগ্রাম শহরে এসে ভালো কলেজে ভর্তি হয়ে পড়ালেখা করতে চাই। ভবিষ্যতে একজন চিকিৎসক হয়ে মানুষের সেবা করার স্বপ্ন দেখি।’