সারা বাংলা

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের অধিকার আদায়ে সম্মেলন অনুষ্ঠিত

সমতলে বসবাসকারী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মানুষদের জন্য পৃথক মন্ত্রণালয় ও স্বাধীন ভূমি কমিশন গঠন করার দাবিতে রংপুর জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ নভেম্বর) বেলা ১১ টা থেকে দিনব্যাপী রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। জাতীয় আদিবাসী পরিষদ রংপুর জেলা কমিটি এ সম্মেলনের আয়োজন করে। 

সম্মেলন উদ্বোধন করেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা কমরেড অশোক সরকার।

অন্যদের মধ্যে এসময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল রংপুরের আহ্বায়ক কমরেড আব্দুল কুদ্দুস, জাতীয় আদিবাসী পরিষদ বগুড়া জেলা কমিটির আহবায়ক শ্রী সন্তোষ সিং 

জাতীয় আদিবাসী পরিষদ রংপুর জেলা কমিটির আহ্বায়ক কৃষিবিদ বিমল খালকো, জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী বিভাগের সাংগাঠনিক সম্পাদক নরেন চন্দ্র পাহান, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম প্রমুখ।