সারা বাংলা

সিলেটে কমেছে পাসের হার, বেড়েছে জিপিএ-৫

সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে এবার এসএসসি পরীক্ষায় পাসের হার কমলেও বেড়েছে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা। চলতি বছর সিলেটে জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৫৬৫ জন শিক্ষার্থী। গত বছর এই সংখ্যা ছিল ৪ হাজার ৮৩৪ জন।

কর্তৃপক্ষ বলছে, এসএসসি পরীক্ষার আগে ভয়াবহ বন্যার কারণে সিলেট বোর্ডে এবার পাশের হার কমেছে। এছাড়া গত বছরের চাইতে এবার বেশি বিষয়ে পরীক্ষা হয়েছে। এটাও পাসের হার কমার অন্যতম কারণ।

সোমবার (২৮ নভেম্বর) দুপুরে সিলেট শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ চন্দ্র পাল আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন।

এসময় তিনি বলেন, ‘চলতি বছর সিলেট শিক্ষাবোর্ডের অধীনে ১ লাখ ১৬ হাজার ৪৯০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। এর মধ্যে, ১ লাখ ১৫ হাজার ৩৯১ জন পাস করেছে। সিলেট বোর্ডে এবারে ৩ হাজার ২৫৪ জন ছেলে ও ৪ হাজার ৩১১ জন মেয়ে জিপিএ-৫ পেয়েছে।’

অরুণ চন্দ্র পাল বলেন, ‘সিলেট শিক্ষাবোর্ডের অধীন ৯৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১৫০টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে, ২৭টি প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে।’

তিনি আরও বলেন, ‘জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগের ৬ হাজার ৮৯৪ জন, মানবিক বিভাগের ৩৮৯ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগে ২৮২ জন। বোর্ডের চার জেলার মধ্যে ভালো করেছে সিলেট জেলার শিক্ষার্থীরা। এই জেলায় পাসের হার ৮১ দশমিক ৯৫ শতাংশ।’