সারা বাংলা

কক্সবাজারে হত্যার দায়ে ৩ জনের আমৃত্যু কারাদণ্ড

কক্সবাজারে পৃথক হত্যা মামলায় তিনজনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৩০ নভেম্বর) দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাঈল এ রায় দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট ফরিদুল আলম। দণ্ডপ্রাপ্তরা হলেন- নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের আবদুস সালামের ছেলে পারভেজ হোসেন প্রকাশ বাবু (৩৬), একই উপজেলার বাবদি ইউনিয়নের আবদুর রবের ছেলে মো. মোতালেব (৩৫) এবং কক্সবাজারের উখিয়ার রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া পালং লম্বাঘোনা এলাকার মৃত সোনা আলীর ছেলে ছৈয়দ হোসেন। 

রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। 

পিপি ফরিদুল আলম বলেন, কক্সবাজার কলাতলীতে বন্ধুদের হাতে খুন হওয়া মামলায় দুইজন এবং উখিয়ায় স্বামীর হাতে স্ত্রী খুনের মামলায় স্বামীকে আমৃত্যু কারাদণ্ড দেন আদালত। সকলের সহযোগিতায় মাত্র এক বছরে বিচার কার্য শেষ করা সম্ভব হয়েছে। 

মামলার বিবরণ মতে, ২০২১ সালে ১৫ মার্চ ইয়াবার লেনদেন বিরোধের জের ধরে শহরের কলাতলী হোটেল-মোটেল জোনের আবাসিক হোটেলে বন্ধুদের হাতে খুন হন শহরের বাদশার ঘোনার জাকের হোসেনে ছেলে আবদুল মালেক (২৪)। এ ঘটনায় নিহতের ভাই আবদুল খালেক বাদী হয়ে পারভেজ হোসেন প্রকাশ বাবু ও মো. মোতালিবসহ ৪/৫ জনকে অজ্ঞাত আসামি করে কক্সবাজার সদর মডেল থানায় হত্যা মামলা করেন। 

কক্সবাজার মডেল থানার তৎকালীন এসআই আমজাদ হোসেন মামলাটি তদন্ত করে একই বছর ৫ আগস্ট দুইজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন।

২০১৭ সালে ১ জুন উখিয়ার ভালুকিয়া পালং এলাকায় স্বামীর হাতে খুনের শিকার হন মানজুবা বেগম (২৭) নামে এক গৃহবধূ। এ ঘটনায় নিহতের বাবা মুক্তার আহম্মদ বাদী হয়ে স্বামী ছৈয়দ হোসনকে একমাত্র আসামি করে হত্যা মামলা দায়ের করেন। 

উখিয়া থানার তৎকালীন এসআই আনিসুর রহমান নামলাটি তদন্ত করে ২০১৭ সালের ২১ ডিসেম্বর আদালতে চার্জশিট দেন। বিজ্ঞ আদালত ১৮ জনের সাক্ষ্য নিয়ে নিহতের স্বামীর বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে আমৃত্যু কারাদণ্ড দেন। একইসঙ্গে তাকে ৬০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।