সারা বাংলা

খায়রুল আমিন হত্যা হামলায় ৬ জনের যাবজ্জীবন

কক্সবাজারের চাঞ্চল্যকর খায়রুল আমিন হত্যা মামলায় ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক আবদুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্তরা হলেন- মহেশখালী পৌরসভার সাবেক মেয়র সরওয়ার আজম, তার ভাই নাসির উদ্দিন, হামিদুল হক, জহির উদ্দিন, তৎকালীন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুল আলম এবং সাধন। রায় ঘোষণার সময় সাধন ছাড়া বাকিরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ১৯৯০ সালের ৯ এপ্রিল মহেশখালীর গোরকঘাটা এলাকায় প্রতিপক্ষের গুলিতে খুন হন খায়রুল আমিন। এ ঘটনায় পরদিন নিহতের বড় ভাই মাহমুদুল হক বাদী হয়ে ২৬ জনকে আসামি করে মহেশখালী থানায় মামলা করেন। তদন্ত শেষে ২৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। ২০০৩ সালের ২৭ জুলাই আদালত অভিযোগ গঠন করেন।

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ফরিদুল আলম বলেন, ‘দীর্ঘ শুনানি সাক্ষ্য গ্রহণ শেষে আদালত ৬ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে এক লাখ টাকা জরিমানা করেছেন। ১৮ জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেওয়া হয়েছে। মামলা চলাকালীন সময় দুই জন মারা গেছেন।’