সারা বাংলা

সমাবেশের আগে মুক্তি পেলেন নাদিম মোস্তফা

বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশের একদিন আগে কারাগার থেকে মুক্তি পেয়েছেন দলটির জেলা কমিটির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য নাদিম মোস্তফা। 

শুক্রবার (২ ডিসেম্বর) সকাল ১১টার দিকে সাবেক এই সংসদ সদস্য রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার তারেক কামাল জানান, আদালতের জামিনের কাগজপত্র কারাগারে আসার পর নাদিম মোস্তফাকে মুক্তি দেওয়া হয়েছে।

গত ২৩ নভেম্বর রাজশাহী নগরীর পাঠানপাড়ার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার হন নাদিম মোস্তফা। ২০১৫ সালের একটি হত্যা মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। তাই পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। গতকাল বৃহস্পতিবার নাদিম মোস্তফার আইনজীবী আদালতে জামিনের আবেদন করেন। শুনানি শেষে জেলা ও দায়রা জজ আদলতের বিচারক আব্দুল হালিম তার জামিন মঞ্জুর করেন।

শুক্রবার বিএনপির দুইবারের সাবেক সংসদ সদস্য নাদিম মোস্তফা কারাগার থেকে বের হলে নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।