সারা বাংলা

টাঙ্গাইলে ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন

ডিজিটাল বাংলাদেশ দিবস উদযাপন উপলক্ষে টাঙ্গাইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে জেলা প্রশাসন। 

সোমবার (১২ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জনসেবা চত্ত্বরে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার ও পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার এ শ্রদ্ধা নিবেদন করেন। 

এলজিইডি, টাঙ্গাইল বিএআরটি, আঞ্চলিক পাসপোর্ট অফিসসহ বিভিন্ন সরকারি দপ্তরের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকারের উপ-পরিচালক শামীম আরা রিমি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. ওলিউজ্জামান, টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ।

সেখান থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।