সারা বাংলা

লালমনিরহাটে হঠাৎ ডায়রিয়ার প্রকোপ, আক্রান্ত দুই গ্রাম

লালমনিরহাটের আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের দুটি গ্রামে হঠাৎ ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। ওই দুই গ্রামে একই দিনে প্রায় প্রতিটি বাড়িতে ডায়রিয়া আক্রান্তের খবর পাওয়া গেছে। আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে অসুস্থরা চিকিৎসা নিচ্ছেন।

গত ১৪ ডিসেম্বর ডায়রিয়া ছড়িয়ে পড়ার খবর পাওয়া যায়। একই দিনে আক্রান্তদের মধ্যে শাহাজাহান নামে ১৫ বছরের এক কিশোর মারা যায়। শাহাজাহান ওই ইউনিয়নের খামারটারি গ্রামের আক্কাছ আলীর ছেলে।

স্থানীয়রা বলছেন, হঠাৎ করে গত দুইদিনের মধ্যে এলাকায় ডায়রিয়া ছড়িয়ে পড়ে। অন্তত ৫০টি পরিবার আক্রান্ত হয়েছে। আক্রান্তরা সুস্থ হয়ে উঠলেও নতুন বাড়ি আক্রান্ত হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার খালেদ হোসেন বলেন, ডায়রিয়া নয়। আমরা এর কারণ বের করেছি।এটা ফুড পয়জনিং। পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।